Logo

ক্যাম্পাস

ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে শীতকালীন বইমেলা সিজন-২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:২৮

ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে শীতকালীন বইমেলা সিজন-২

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’ আগামীকাল (৬ নভেম্বর) ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পায়রা চত্বরে উদ্বোধন হতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

চার দিনব্যাপী বইমেলায় বাংলাদেশের স্বনামধন্য ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই, সীরাত, কবিতা, শিশুতোষসহ নানা ধরনের প্রকাশনা। পাশাপাশি বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন থাকবে, যেমন- লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনার।

উদ্বোধনী দিনে দুপুর ২টায় টিএসসি অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলাম: প্রসঙ্গ কথা’ শীর্ষক একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জুবাইর মুহাম্মদ এহসানুল হক, চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. এনামুল হক, ডিন, জীববিজ্ঞান অনুষদ; অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর; এবং লেখক ও গবেষক জাকারিয়া মাসুদ।

এছাড়া মেলার শেষ দিন ৯ নভেম্বর, রবিবার দুপুর ২টায় টিএসসি অডিটোরিয়ামে ‘মুক্ত আলোচনা : শরীআ আইনে ব্লাসফেমী’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

মেলার প্রথম দিন বাদ মাগরিব টিম তাজকিরাহ’র পরিবেশনায় কুরআন তিলাওয়াতের আয়োজন থাকবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে সন্দীপন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সমকালীন প্রকাশন, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আযহার, নবপ্রকাশ, প্রচ্ছদ প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, ইহদা পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, বিআইআইটি পাবলিকেশন্স, ওয়াফি পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, রাইয়ান প্রকাশন, চেতনা, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল আসলাফ, উমেদ প্রকাশ, সিজদাহ পাবলিকেশন, ফাউন্টেন পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, আইসিএস পাবলিকেশন, বিন্দু প্রকাশ, সুকুন পাবলিশিং, পথিক প্রকাশন, পেনফিল্ড পাবলিকেশন এবং মাকতাবাতুল হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের পক্ষ থেকে সকল বইপ্রেমী, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ দর্শনার্থীদেরকে পরিবার-বন্ধুবান্ধবসহ মেলায় আসতে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর