ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের র্যাগ ডে অনুষ্ঠিত
ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৭
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী অনুষ্ঠান ও র্যাগ ডে উৎসব।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস প্রাঙ্গণে রঙিন র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই উৎসব।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম, ১২তম, ১৩তম ও ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনে ছিল র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর শাহ আলম চৌধুরী। তিনি বলেন, ‘র্যাগ ডে শিক্ষাজীবনের এক আবেগঘন দিন। দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পর শিক্ষার্থীরা যখন বিদায়ের প্রহরে দাঁড়ায়, তখন এই দিনটি তাদের জন্য আনন্দ ও আবেগের মিলনমেলা হয়ে ওঠে। তবে আনন্দ যেন শৃঙ্খলার মধ্যেই থাকে— এটাই আমাদের প্রত্যাশা।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, ‘র্যাগ ডে কোনো বিদায় নয়, বরং নতুন জীবনের সূচনা। চার বছরের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশ বলেন, ‘আজকের দিনটি শিক্ষার্থীদের জীবনের এক স্মরণীয় অধ্যায়। এটি শুধু বিদায়ের নয়, নতুন দায়িত্ব ও সম্ভাবনার সূচনা।’
১৪তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদ আল রিফাত বলেন, ‘চার বছরের পরিশ্রম, হাসি-কান্না ও স্মৃতির পর আজ আমরা বিদায় নিচ্ছি। বিশ্ববিদ্যালয় আমাদের জীবনবোধ, বন্ধুত্ব ও দায়িত্বশীল নাগরিক হওয়ার শিক্ষা দিয়েছে।’
১২তম ব্যাচের শিক্ষার্থী বর্ষা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় অনেক কিছুই জানতাম না। ধীরে ধীরে শিখেছি। এই ক্যাম্পাস আমাদের কাছে শুধু শিক্ষা নয়, মায়া ও ভালোবাসার প্রতীক।’
দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের র্যাগ ডে উৎসবের সমাপ্তি ঘটে।
এমএইচএস

