Logo

ক্যাম্পাস

টিআইবির বিতর্কে সেরা ৫-এ বেরোবির ‘অনির্বাণ’

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪০

টিআইবির বিতর্কে সেরা ৫-এ বেরোবির ‘অনির্বাণ’

ছবি : বাংলাদেশের খবর

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) দল ‘অনির্বাণ’ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) আশুলিয়ার সিসিবিডির হোপ সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেন। ট্যাব পর্যায়ের পাঁচ রাউন্ডের মধ্যে চারটি রাউন্ডে জয়লাভ করে বিআরইউডিএফ অনির্বাণ দল ৫ম স্থান অর্জন করে। এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের সেরা পাঁচ বিতর্ক দলের তালিকায় জায়গা করে নিয়েছে।

অনির্বাণ দলের সদস্যরা হলেন রিশাদ নূর, ইমরাতুল জান্নাত ঊষা ও প্রীতম নাথ।

আজ শনিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব। দলটির এই সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দের ছাপ বিরাজ করছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর