Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন

খসড়া ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, ছবিযুক্ত তালিকার পরিকল্পনা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪২

খসড়া ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, ছবিযুক্ত তালিকার পরিকল্পনা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে জকসুর ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে তালিকা প্রকাশের পর থেকেই তাতে নানা ত্রুটি ও অসঙ্গতির অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হয়েও অনেকের নাম তালিকায় নেই, আবার কিছু বিভাগের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের নাম তালিকায় এসেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সদস্যরা জানিয়েছেন, অভিযোগের বিষয়গুলো আমলে নেওয়া হয়েছে এবং রোববারের মধ্যেই সমাধান করা হবে। পাশাপাশি ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনাও করছে কমিশন।

বাংলা বিভাগের শিক্ষার্থী রিয়াসাল রাকিব বলেন, ‘আমি স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী হয়েও ভোটার তালিকায় আমার নাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। তাই সব চলমান শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানাই।’

একই বিভাগের শিক্ষার্থী ইমরান হুসাইন বলেন, ‘আমি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী। ফর্ম ফিলাপ ও রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। নিয়ম অনুযায়ী আমি ভোটার হওয়ার যোগ্য, কিন্তু তালিকায় নাম নেই।’

জকসু নির্বাচনে প্রার্থী ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য বলেন, ‘আমি অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী, এখনো মিডটার্ম পরীক্ষা দিচ্ছি। অথচ আমাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তৈরি হচ্ছে।’

এদিকে আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর ফলাফল সম্প্রতি প্রকাশ হলেও তাদের নাম খসড়া তালিকায় এসেছে। ওই ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “আমাদের মাস্টার্সের ফল সপ্তাহখানেক আগে প্রকাশিত হয়েছে। তারপরও নাম রাখা হয়েছে। আমি মনে করি, কেবল চলমান শিক্ষার্থীদেরই ভোটার তালিকায় রাখা উচিত।”

ভোটার তালিকার অসঙ্গতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে কমিশনের সদস্য অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, ‘ত্রুটির বিষয়গুলো আমাদের নজরে এসেছে। বিভাগগুলোতে নোটিশ পাঠানো হয়েছে, রোববারের মধ্যে সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে মাস্টার্স ২০২২-২৩ সেশনের যেসব শিক্ষার্থী এখনো পাস করেননি, তাদের নাম তালিকায় যুক্ত করা হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, ‘আমরা ছবিসহ ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নিচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করব এটি বাস্তবায়নের জন্য।’

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘জকসু নির্বাচন হবে স্বচ্ছ ও আনন্দমুখর। সকল সংগঠনের অংশগ্রহণ থাকবে, শিক্ষার্থীরা প্রথমবারের মতো জকসুর নির্বাচনী উৎসব উপভোগ করবে বলে আমরা আশাবাদী।’

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর