রাজনীতি নিষিদ্ধ কুবিতে ছাত্রদলের কর্মসূচি, শিক্ষার্থীদের ক্ষোভ
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:২৫
ছবি : বাংলাদেশের খবর
ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে শনিবার (৮ নভেম্বর) ছাত্রদল আইনের তোয়াক্কা না করে পোস্টারিং ও দলীয় কর্মসূচি পালন করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা আয়োজনের পাশাপাশি প্রধান ফটক ও বিজয়-২৪ হলের ৪০৫ নং কক্ষের দরজায় দলীয় পোস্টারও সাঁটানো হয়।
-6910960bb5cdc.jpg)
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রকাশ্যে সভা করা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থি। এটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরপেক্ষ পরিবেশের ওপর সরাসরি আঘাত।’
আইন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, ‘ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ড প্রশাসনের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় স্থিতিশীল পরিবেশ বজায় থাকে।’
৪০৫ নং কক্ষের আবাসিক শিক্ষার্থীরা জানান, পোস্টার কে লাগিয়েছে তা তারা জানেন না।
ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের দায়িত্ব। মুক্তমঞ্চে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সকলের মত প্রকাশের জন্য। যদি আমাদের দলের কেউ ভুলক্রমে পোস্টার লাগিয়ে থাকে, আমরা দুঃখ প্রকাশ করছি।’

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন জানান, ‘সিসিটিভি ফুটেজ দেখে পোস্টার লাগানোর দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘কুবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। অনুমতি ছাড়া যেসব কার্যক্রম হয়েছে, তা প্রশাসনের নীতির পরিপন্থি।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১৪ সেপ্টেম্বর প্রো-অফিসিয়াল নির্দেশনায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়।
এমএইচএস

