২ স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ পদক জয়
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:২৯
৪র্থ রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ অংশ নিয়ে ২টি স্বর্ণসহ ১৭টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কারাতে দল। ছবি : বাংলাদেশের খবর
৪র্থ রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ অংশ নিয়ে ২টি স্বর্ণসহ ১৭টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কারাতে দল।
শনিবার (৮ নভেম্বর) দিনাজপুর জিমনেসিয়ামে আয়োজন করা হয় এ চ্যাম্পিয়নশিপের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে হাবিপ্রবি থেকে ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ২টি স্বর্ণ ছাড়াও বিভিন্ন ইভেন্টে ৫টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেন তারা। খেলোয়াড়দের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাবিপ্রবি কারাতে দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।
খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে হাবিপ্রবি কারাতে ডোজোর কোচ লাভরাজ আচার্য বলেন, খেলোয়াড়দের অর্জন দেখে আমি অত্যন্ত খুশি। তারা প্রচুর পরিশ্রম করছে। তাদের এ সাফল্য আমার জন্য গর্বের। এ অর্জন আমাদের দলের বাকি সদস্যদেরও উজ্জীবিত করবে।
তিনি আরও বলেন, আমরা শুধু পদক জয়ের জন্য কারাতে শিখি না; পাশাপাশি আত্মরক্ষা, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপন করাও আমাদের লক্ষ্য। আমি সব খেলোয়াড়কে সুশৃঙ্খল হতে বলি এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য আমরা সবাই আশাবাদী।
তালহা হাসান/এমবি

