Logo

ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষা

আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:১০

আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে এ বছর একটি শিফটে আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গিয়াস উদ্দিন বলেন, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ (বহুনির্বাচনী) প্রশ্নোত্তর পদ্ধতিতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রে এক শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে) বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান থাকতে হবে। উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.২৫-এর কম নয়।

ইউনিট-বি (কলা ও আইন অনুষদ), ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) সকল শাখায় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম নয়।

ইউনিট-ই (চারুকলা অনুষদ)-এ সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক-বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম নয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে রেজিস্ট্রার দপ্তরের উপপরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যোগাযোগ করা হয়। সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোল্লা মেজবাহুদ দারাইন বলেন, গত ২৯ নভেম্বর ৭৫তম একাডেমিক সভায় আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে সিট ক্যাপাসিটির ওপর নির্ভর করে পরীক্ষার কেন্দ্র বাড়তে পারে।

তিনি আরও বলেন, গত বছর প্রাথমিক আবেদনে অনেকে বাদ পড়েছিল। কিন্তু এবার আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে মোট ৭২ নম্বরের পরীক্ষা হবে।

এর আগে আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে জবির প্রথম বর্ষের ভর্তি আবেদন এবং চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময় এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১০০০ (এক হাজার) টাকা এবং ই ইউনিটের জন্য ১২০০ (এক হাজার দুইশ) টাকা আবেদন ফি হিসেবে প্রদান করতে হবে। 

আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য ও আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

উল্লেখ্য, ই ইউনিট (চারুকলা অনুষদ)-এর পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)-এর পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত।

সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর পরীক্ষা ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। বি ইউনিট (কলা ও আইন অনুষদ)-এর পরীক্ষা ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর