Logo

ক্যাম্পাস

আ.লীগের ‘নাশকতার’ প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৬

আ.লীগের ‘নাশকতার’ প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আ.লীগের ‘নাশকতার’ প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণঅভ্যুত্থানসহ সকল গণহত্যার বিচার ও নিষিদ্ধ আওয়ামী লীগের করে সারাদেশে ‘নাশকতা’ চালানো এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে কোর্ট এলাকা, রায়সাহেব বাজার, তাঁতি বাজার মোড় প্রদক্ষিণ করে বাহাদুরশাহ পার্ক সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এ বিক্ষোভ মিছিলে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘ওয়ান, টু, থ্রি, ফোর — ফ্যাসিজম নো মোর’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনা ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ৫ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই। যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী গুন্ডারা কিছু করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা গর্তে আছে গর্তে থাকুক। আওয়ামী ফ্যাসিবাদের কবর ৫ আগস্টে রচিত হয়েছে। বাংলাদেশের মাটিতে আর তাদের অবস্থান নেই। যারা আওয়ামী লীগের টাকা পাচার করেছে, তাদের শান্তিতে থাকতে দেবো না। ৫ আগস্টের পরে অনেক টাকা পাচারকারী ছাড়া পেয়েছে। আমরা বিচার বিভাগকে জানাতে চাই, এই মাফিয়ারা কীভাবে ছাড়া পায়? কত টাকার বিনিময়ে ছাড়া পায়?

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক মাসুদ রানা বলেন, আমরা দেখতে পেয়েছি— আজ ১৩ নভেম্বর শেখ হাসিনা বিদেশে ঘুমিয়ে, আরামে থেকে দেশে লকডাউন কর্মসূচি দিয়েছে। জনগণ এটি বর্জন করেছে। এটি ‘লীগডাউন’ হয়ে গেছে। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আমরা অতি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনার ফাঁসির রায় দিতে হবে এবং জনসমক্ষে ফাঁসি কার্যকর করতে হবে।

জবি ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, ৫ আগস্টের পর এই জায়গায় দাঁড়াতে হবে তা ভাবতে পারিনি। যারা মায়েদের কোল খালি করেছে, তারা আবার লকডাউন দিচ্ছে। তিনি বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে। এ সরকারের কাছে আমাদের যে দাবি ছিল তা তারা বাস্তবায়ন করতে পারেনি। সরকারের প্রতি আহ্বান আপনারা ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনুন।

জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই- আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুরান ঢাকায় কিছু করতে চাইলে শুধু শিক্ষার্থীরা নয়, সবাই জবাব দেবে। আমাদের সবাইকে এক হতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, একটি পক্ষ আওয়ামী লীগের মামলা তুলে দিয়ে জুলাই শহীদদের সাথে প্রতারণা করতে চায়। আমরা বলতে চাই- আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন। কোনো সন্ত্রাসীকে এই বাংলায় বরদাস্ত করা হবে না।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর