Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন

শৃঙ্খলা নিশ্চিতে সংগঠনগুলোর ব্যানার অপসারণের নির্দেশনা

বন্ধ থাকবে সভা-সমাবেশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৫

শৃঙ্খলা নিশ্চিতে সংগঠনগুলোর ব্যানার অপসারণের নির্দেশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে শৃঙ্খলা নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনগুলোর ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে জকসুর নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ, মিছিল, সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যানার অপসারণের বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠনগুলোর ঝুলানো বা সাঁটানো সকল ব্যানার, পোস্টার, ফেস্টুন ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে নিজ নিজ দায়িত্বে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সভা-সমাবেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী আচরণবিধিমালার বিধি ৫(গ) এবং ৬(ঘ) অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের দিন থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তার ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, কোনো আংশিক প্যানেলের পক্ষে প্রার্থীপ্রতি ২ জন এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এ পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং তা নির্বাচনী প্রচারণা সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে মনোনয়ন বিতরণের কার্যক্রম। আগামী ১৬ ও ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর