Logo

ক্যাম্পাস

নিটার : আমার ভালোলাগার প্রতিষ্ঠান

Icon

আফিফ জামান ইফতি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৬

নিটার : আমার ভালোলাগার প্রতিষ্ঠান

আজ প্রায় এক মাস পূর্ণ হলো এই শিক্ষাঙ্গনে আমার পথচলার। এই স্বল্প সময়েই সবকিছু অনেকটা আপন হয়ে উঠেছে। ক্লাসরুমে নিয়মিত বসাটা এখন অভ্যাসে পরিণত, আর বন্ধুদের সাথে ক্যান্টিনের প্রাণবন্ত আড্ডা যেন প্রতিদিনের রুটিনের এক অপরিহার্য অংশ।

তবে, আজকের এই চেনা পরিবেশে দাঁড়িয়ে যখন এক মাস আগের স্মৃতিতে ফিরে যাই, তখন স্পষ্ট মনে পড়ে যায় সেই দিনটির কথা-  NITER (National Institute of Textile Engineering and Research)-এ আমার প্রথম পদক্ষেপ। আমি, মো: আফিফ জামান, টেক্সটাইল-১৫ ব্যাচের একজন গর্বিত ছাত্র।

আমার সাথে থাকা ছবিটি ঠিক সেই মুহূর্তের প্রতিচ্ছবি। সেদিন মনে একই সাথে ছিল ভর্তি পরীক্ষার কঠিন পথ পেরোনোর গভীর আনন্দ, আর সম্পূর্ণ নতুন এক পরিবেশে মানিয়ে নেওয়ার এক চাপা উত্তেজনা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন, কঠোর অধ্যবসায়—সবকিছুর ফল আজ থেকে শুরু হতে চলেছে। যখন গেট পেরিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকলাম, তখন সবকিছু কেমন যেন অচেনা হয়েও ভীষণ আকর্ষণীয় লাগছিল। বিশাল মাঠ আর সুশৃঙ্খল ভবনগুলো দেখে মনে হলো, এই প্রতিষ্ঠানটাই আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

প্রথম দিন শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে যে আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণতা পেয়েছিলাম, তা আজও আমার হৃদয়ে গাঁথা। সেদিনই আমি বুঝেছিলাম, এখানে আমরা কেবল সিলেবাসের বই পড়ব না, বরং জীবনের জন্য প্রকৃত শিক্ষা লাভ করব। এখানকার শিক্ষকেরা শুধু জ্ঞান বিতরণকারী নন, তাঁরা আমাদের দ্বিতীয় অভিভাবক, যাঁদের চোখে আমরা শুধু শিক্ষার্থী নই, বরং ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা।

আমার সবচেয়ে ভালো লেগেছিল বড় ভাই-আপুদের ভালোবাসা ও আন্তরিকতা। বাইরে থেকে ক্যাম্পাসের জীবন হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু একসময় এই ভাই-আপুরাই নিজেদের আপন ভাই-বোনের মতো আপন করে নেন।  আমি উপলব্ধি করেছি, এই ক্যাম্পাস র‍্যাগিং নয়, বরং ভালোবাসার বন্ধনে বিশ্বাসী।

স্বপ্নের এই ক্যাম্পাসে যে বন্ধুদের সাথে পথচলা; তারা শুধু সহপাঠী নয়, বরং সহযাত্রী, যারা এক সুতোয় বেঁধেছে আমাদের ভবিষ্যৎ

মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চেয়েছিলাম, ঘওঞঊজ-কে প্রাপ্তি হিসেবে পেয়েছি তারও বেশি কিছু। এই প্রতিষ্ঠানটি আমার কাছে নিছক একটি ক্যাম্পাস নয়, এটি যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অসাধারণ নেয়ামত—ভালোবাসি আমার ঘওঞঊজ-কে। আল্লাহ সহায় হোন।

বিকেপি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর