Logo

ক্যাম্পাস

আ.লীগের কর্মসূচি ঘিরে গোবিপ্রবিতে পরীক্ষা ও বাস চলাচল বন্ধ

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:০২

আ.লীগের কর্মসূচি ঘিরে গোবিপ্রবিতে পরীক্ষা ও বাস চলাচল বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোববার (১৬ নভেম্বর) ও সোমবারের সব পরীক্ষা ও পরিবহন সেবা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় শিক্ষার্থী উপদেষ্টা দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— রবিবার ও সোমবার (১৬–১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নেবে কি না— তা সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও ডিনেরা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে জুম প্ল্যাটফর্মে অনলাইনে ক্লাস নেওয়া যাবে। স্থগিত পরীক্ষাগুলো শুক্র ও শনিবার নেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা বন্ধ থাকবে। পরবর্তী পরিস্থিতি অনুযায়ী পরিবহন ও পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গোবিপ্রবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর