Logo

ক্যাম্পাস

বাকৃবিতে শ্বাসকষ্টে শিক্ষার্থীর মৃত্যু

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২১

বাকৃবিতে শ্বাসকষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আবরার ২০১৯–২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে একবার হাসপাতালে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

জয়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাকৃবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর