Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : ২ দিনে মনোনয়নপত্র নিলেন ৩১ জন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

জকসু নির্বাচন : ২ দিনে মনোনয়নপত্র নিলেন ৩১ জন

প্রতীকী ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ২৭ জন শিক্ষার্থী। এই নিয়ে দুই দিনে মনোনয়ন নেওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। তবে ছাত্রী হল থেকে এখনো কোনো প্রার্থী মনোনয়নপত্র নেন নি।

রোববার (১৬ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে এ তথ্য নিশ্চিত করে জকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী জানান, গত বৃহস্পতিবার প্রথম দিন জকসু নির্বাচনের ৪ প্রার্থী মনোনয়নপত্র নেন। দুই দিনে মোট ৩১ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ছাত্রী হল থেকে কোনো নারী শিক্ষার্থী এখনও হল সংসদ নির্বাচনের জন্য ফরম নেননি।

জানা গেছে, মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শৈশব দাস, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাউন আহমেদ, সংগীত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ্রা মন্ডল, ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরারুল হাসিব, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিয়াথ আহমেদ শুভ, মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান রিয়াজ, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হক, নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তৌহিদ চৌধুরীসহ আরও অনেকে।

এরআগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার হয়। গত ১৩ নভেম্বর ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। আজ ১৬ নভেম্বর চলেছে মনোনয়নপত্র বিতরণ যা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। 

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর