Logo

ক্যাম্পাস

কুবিতে আসন্ন ভর্তি পরীক্ষায় কমল ১৪০ আসন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:২৯

কুবিতে আসন্ন ভর্তি পরীক্ষায় কমল ১৪০ আসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গতবছরের চেয়ে কমেছে আসন সংখ্যা। পূর্বের ১০৩০টি সাধারণ আসন থেকে কমে এবার মোট আসনের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০টিতে। ইউজিসির নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অ্যাকাডেমিক শাখা হতে জানা যায়, সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১০৩০টি সাধারণ আসন থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশনা মোতাবেক কমানো হয়েছে আসন সংখ্যা। এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ থেকে ১৪০টি আসন কমছে।

বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদভুক্ত মোট বিভাগ রয়েছে ১৯টি। এর মধ্যে ছয়টি বিভাগকে ল্যাব ভিত্তিক ধরে এদের আসন সংখ্যা করা হয়ে ৪০টি। এই ছয়টি বিভাগ হলো– পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং প্রত্নতত্ত্ব বিভাগ। এরমধ্যে প্রত্নতত্ত্ব এবং ফার্মেসি বিভাগে গত শিক্ষাবর্ষেই ছিল ৪০টি করেই আসন এবং বাকি চারটাতে ছিল ৫০টি। ফলে এই চারটিতে ১০টি করে কমছে মোট ৪০টি আসন।

এছাড়া ল্যাববিহীন ধরে বাকি ১৩টি বিভাগে রাখা হয়েছে ৫০ করে আসন৷ এই বিভাগগুলো হলো– গণিত, পরিসংখ্যান, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ব্যবস্থাপনা শিক্ষা, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং আইন বিভাগ। এর মধ্যে পরিসংখ্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগে গত শিক্ষাবর্ষেই ৫০টি করে আসন ছিল এবং বাকি ১০টি বিভাগে ছিল ৬০টি করে আসন। ফলে এই ১০টি বিভাগে ১০টি করে কমছে মোট ১১০টি আসন। 

তাছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ইউনিট ভিত্তিক হিসেবে 'এ' ইউনিটে (বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদ) কমছে ৫০টি আসন, 'বি' ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) কমছে ৫০টি আসন এবং 'সি' ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) কমছে ৪০টি করে মোট ১৪০টি আসন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে ইউজিসি'র নির্দেশনা মেনে ল্যাব ভিত্তিক এবং ল্যাববিহীন ক্যাটাগরিতে আসন সংখ্যা কমানোর সুপারিশ করা হয়। পাশাপাশি, নতুন অর্গানোগ্রামে (প্রক্রিয়াধীন) আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইনস্টিটিউট চালু, এছাড়া ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'ইউজিসি'র নির্দেশনা ছিল আসন সংখ্যা কমানোর। সেই অনুযায়ীই অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ল্যাব ভিত্তিক আর ল্যাব ছাড়া দুই ধরনের ক্যাটাগরিতে ডিপার্টমেন্টগুলোতে সিট কমানো হয়েছে।'

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ এবং ৩১ জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর