Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : শেষ দিনে মনোনয়ন নিলেন ৩১২ জন প্রার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২

জকসু নির্বাচন : শেষ দিনে মনোনয়ন নিলেন ৩১২ জন প্রার্থী

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ৩১২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে ২৬৭ জন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এবং ৪৫ জন হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের জন্য ২৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে ছাত্রী হলের প্রোভোস্ট আঞ্জুমান আরা জানান, শেষ দিনে হল সংসদ নির্বাচনে অংশ নিতে ৪৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

এর আগে গত ১৩ নভেম্বর ৪ জন, ১৬ নভেম্বর ২৭ জন এবং সর্বশেষ ১৭ নভেম্বর পর্যন্ত মোট ৩১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৪-২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর