জকসু নির্বাচন : ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:২৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ছবি : বাংলাদেশের খবর
বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এ প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
প্যানেলের ভিপি পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ।
এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক পদে জরজিস আলম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম এবং সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান। পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মনোনীত হয়েছেন সোহাগ আহমেদ।
এছাড়া ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
জান্নাতুন নাইম/এমবি

