হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস
গবি সংবাদদাতা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২১:০২
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সংলগ্ন ‘শুভ’র ক্যান্টিন’ নামের ফুড কার্টে খিচুড়ির সাথে ফ্রি মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
ফুড কার্টের মালিক ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মোজাম্মেল হাওলাদার শুভ বলেন, ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আমরা সবাই খুশি হয়েছি। এই খুশিতে আমার ফুড কার্ট থেকে খিচুড়ি কিনলে মিষ্টি ফ্রি দিচ্ছি। হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলে মিষ্টির সাথে খিচুড়িও ফ্রি’তে দেব।’
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ে উত্তেজনা ও উল্লাস দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। শুভ’র ক্যান্টিনে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ আনন্দ উল্লাসে অংশ নিয়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী হাবিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর অসংখ্য গুম, খুন, হত্যা, নিপিড়ন এবং ২৪ এর আন্দোলনে ছাত্রজনতাকে হত্যার নেপথ্যে ছিলেন খুনী হাসিনা। এই অপরাধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে হাসিনার বিরুদ্ধে। ঐতিহাসিক এ রায়ে দীর্ঘদিনের অন্যায়ের অবসান ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ে দেশের আপামর ছাত্রজনতা, আহত ও নিহতের পরিবার সকলেই খুবই আনন্দিত ও উল্লসিত। আমি নিজেও এই রায়ে আনন্দিত। তবে এই আনন্দ তখনই পূর্ণতা লাভ করবে, যখন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হবে।’

