ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু
গবি সংবাদদাতা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২১:১৯
গণ বিশ্ববিদ্যালয়ে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা (৩য় মৌসুম) শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে (বি-৪১৭) গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এর উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন জিবিডিএস এর সভাপতি আরিফুল ইসলাম বুলবুল।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ১৯ নভেম্বর। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ১৭টি বিতার্কিক দল অংশ নিয়েছে। প্রতিযোগিতাটির নকআউট পর্ব বাংলা এশিয়ান সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘বিতর্ক শিক্ষার একটি অংশ। বিতর্কের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। নিয়মিত বিতর্ক চর্চা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং যুগোপযোগী করে তুলে। বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে আমি সবসময়ই সাধুবাদ জানাই।’
অনুষ্ঠানের আরেক অতিথি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘তার্কিক বা বিতার্কিক তারাই হবে যারা সমাজের পরিবর্তন চাইবে। সচেতন নাগরিক হতে হলে প্রয়োজন সামাজিক মূল্যবোধ এবং তর্ক বিতর্কে পারদর্শিতা।’
গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদূল দেওয়ান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে যুক্তিতর্কের চর্চা অব্যহত রাখার উদ্দেশ্যেই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে বিতর্ককে এক রুমের ভেতর সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার।’
অনুষ্ঠানের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে বিতর্ক চর্চার এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এই চর্চা অব্যাহত রাখার প্রত্যয়ে সকলের সহযোগিতা চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এই কামনা করি।’
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

