জকসু নির্বাচনে লড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন সাজ্জাদ
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩০
সাজ্জাদ হোসাইন। ছবি : বাংলাদেশের খবর
শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ২০২৫ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন সাজ্জাদ হোসাইন। তিনি শাখা জাতীয় ছাত্রশক্তি সমর্থিত 'ঐক্যবদ্ধ জবিয়ান' প্যানেলে জকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।
সাজ্জাদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। সাজ্জাদ একজন শারীরিক প্রতিবন্ধী। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
জকসু নির্বাচনের ব্যাপারে সাজ্জাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তারা সবসময় নিজেদের ছোট করে দেখে। নিজেরা হীনমন্যতায় ভুগে। সহপাঠীদের সাথে সাবলীলভাবে মিশতে পারে না। আমি প্রধানত ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চায়। তারা যেন তাদের ন্যায্য অধিকার পায় সেই লক্ষে কাজ করতে চায় আমি।
তিনি আরো বলেন, যে সকল শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের পক্ষে মেসে থাকা অনেক কষ্টকর। তাছাড়া শহীদ সাজিদ ভবন ছাড়া কোনো ভবনেই লিফট বা হুইল চেয়ার উঠানোর মতো র্যাম্পের সিস্টেম নাই। যার ফলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা হুইলচেয়ার নিয়েও ক্লাসে যেতে পারে না। ফলে সহপাঠীদের সাহায্য ব্যতীত তারা ক্লাসে পৌঁছাতে পারে না।
তিনি বলেন, আমি যদি জকসুতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয় তাহলে আমি ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই সকল সমস্যার সমাধান করব। আমি ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের আওয়াজ হয়ে তাদের পক্ষে কাজ করব।
- জেএন/এমআই

