Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : আদিবাসী ও স্বতন্ত্রের সমন্বয়ে ‘রোকেয়া পর্ষদ’ প্যানেল ঘোষণা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩৯

জকসু নির্বাচন : আদিবাসী ও স্বতন্ত্রের সমন্বয়ে ‘রোকেয়া পর্ষদ’ প্যানেল ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জকসু নির্বাচনে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে বাম, আদিবাসী ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নাম "রোকেয়া পর্ষদ"।

‎বুধবার(১৯ নভেম্বর) বিকেল ৫টায় হলের সামনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করলেও পরবর্তীতে বাকি ফাঁকা পদগুলো পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

‎প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০২০-২০২১ খাদিজা তুল কুবরা, সাধারণ সম্পাদক পদে নাট্যকলা বিভাগ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাদিয়া।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মুনা সুলতানা, সংস্কৃতি সম্পাদক পদে রেমি চাকমা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাছাইং মারমা।

‎প্যানেলের ভিপি পদপ্রার্থী খাদিজা তুল কুবরা বলেন, আমাদের হলে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ও মেডিকেল সেন্টার নেই, বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, পর্যাপ্ত ভ্যানডিং মেশিনের ব্যবস্থা করা।এই বিষয়গুলো সহ শিক্ষার্থীদের আরও যেসব দাবি রয়েছে তার প্রেক্ষিতে আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর