Logo

ক্যাম্পাস

বদলে যাচ্ছে হাবিপ্রবির বাসের রং

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪৪

বদলে যাচ্ছে হাবিপ্রবির বাসের রং

ছবি : বাংলাদেশের খবর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দীর্ঘদিনের বেগুনি-নীল বাসের রং বদল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে রং পরিবর্তনের এই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

হাবিপ্রবির পরিবহন পুলে থাকা সবগুলো বাস ছিল বেগুনি ও নীল রঙের মিশ্রণে। যা হাবিপ্রবির দীর্ঘদিনের একক ঐতিহ্য বলে ধরা হতো। সম্প্রতি বাসগুলোর রং পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের লোগোতে থাকা ধূসর আর সবুজ রং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ই-জিপি টেন্ডারও আহ্বান করা হয়েছিল। টেন্ডারের মাধ্যমে সেই কাজটি পেয়েছে দিনাজপুরের স্থানীয় প্রতিষ্ঠান সোনালী অটো।

তবে রং পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মতামত দিতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকেই। তাদের অনেকেই মনে করছেন নীল-বেগুনি বাস হাবিপ্রবির একক ঐতিহ্য। বাসের রং পরিবর্তন না করে পূর্বের রং বহাল রাখার পক্ষে মতামত দিতে দেখা গেছে অনেককেই। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুজন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বহনকারী পূর্বের নীল-বেগুনি রংই ছিল হাবিপ্রবির প্রকৃত পরিচয়। আরেকজন শিক্ষার্থী নাদিফ মাহমুদের মতে নতুন রং নয় বরং পুরোনো রংই ছিল অধিক আকর্ষণীয় ও পরিচিত। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ২২ নভেম্বর অনুষ্ঠাতব্য হাবিপ্রবির ২য় সমাবর্তনকে কেন্দ্র করে বাসগুলোকে নতুন সাজে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মতামতের ভিত্তিতে। সবগুলো বাসে রং সম্পন্ন করতে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

নতুন রং করা বাসগুলোর যথাযথ সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, নতুন করে রং করা বাসগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে পর্যাপ্ত ছাউনি বা গ্যারেজ সুবিধার প্রয়োজন জরুরি। কাউ শেড ও মোটর সাইকেল গ্যারেজ এর মধ্যবর্তী স্থানে ছোট গাড়ির জন্য ছাউনির ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই আশ্বাস পাওয়া গেছে।

  • তালহা হাসান/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর