ময়মনসিংহ সিআরপি সেন্টারে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৫৫
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় অবস্থিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীদের আচরণ অসৌজন্যমূলক ও সেবা বিপর্যয়ের অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং রোগীর অভিভাবকরা সেন্টারের স্টাফদের আচরণ ও শিশু থেরাপি সেবার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা যায়, বাকৃবিতে অবস্থিত সিআরপি সেন্টারটি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে কার্যক্রম শুরু করে। চুক্তি অনুযায়ী ২৫০০ বর্গফুটের জায়গার জন্য সেন্টারটি প্রতিবছর মাত্র ১০০ টাকা ভাড়া প্রদান করে।
বাকৃবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভুঁইয়া অভিযোগ করেন, তার আত্মীয় রোগীর জন্য ছাড়ের আবেদন করতে গিয়ে ইউনুস নামের স্টাফের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।
তিনি জানান, ফি কমানো হলেও সেশন সংখ্যা কমিয়ে দেওয়া হয়, যা রোগীর উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
সিআরপি ম্যানেজার রাফিউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাকৃবির সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। ইউনুস এখানে মাত্র তিন মাস যোগ দিয়েছেন। অধ্যাপক খায়রুলের সঙ্গে সংঘর্ষটি অজান্তে ঘটেছে। আমরা সেশনগুলো ধারাবাহিকভাবে ও নিয়মমাফিক প্রদান করি।’
অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামও অভিযোগ করেন, থেরাপি সেবার সময় স্টাফরা দুর্ব্যবহার করেছেন। তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সেশন গ্রহণের সময় শারীরিক ও মানসিক অসুবিধার সম্মুখীন হয়েছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় বরাদ্দকৃত জায়গা ও অর্থায়ন থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষার্থীরা সঠিকভাবে সেবা পাচ্ছেন না।
একাধিক অভিভাবক জানান, ইন্টার্ন থেরাপিস্টদের তিনমাস পর পর পরিবর্তন বাচ্চাদের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করছে। সেশনগুলোও কম সময়ের হওয়ায় প্রতিকূল প্রভাব পড়ছে। এছাড়া, বিভিন্ন সার্ভিস নেয়ার ক্ষেত্রে জোরপূর্বক তিনটি সার্ভিস নিতে বাধ্য করা হয়।
সিআরপি ম্যানেজার রাফিউল করিম এসব অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘থেরাপি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেশন সময় ও পদ্ধতি রোগের ধরন ও ফি অনুসারে নির্ধারিত হয়। ইন্টার্নদের রোটেশন বাচ্চাদের সামাজিক অভিযোজনের জন্য গুরুত্বপূর্ণ।’
অভিভাবকরা দাবি করেছেন, ময়মনসিংহ সিআরপিতে রেসিডেন্সিয়াল থেরাপিস্টের অধীনে স্থিতিশীল থেরাপি চালু করা হোক এবং ইন্টার্নদের রোটেশন অন্তত ছয় মাস অন্তর করা হোক। তারা অভিযোগের বিষয়গুলো শুনতে সেন্টারের পক্ষকে আরও উদার এবং জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।
- জয় মন্ডল/এমআই

