Logo

ক্যাম্পাস

‘জবিতে যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেই হারে হচ্ছে না’

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

‘জবিতে যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেই হারে হচ্ছে না’

আসন্ন জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেই হারে হচ্ছে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে না নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দিচ্ছে- কারণ জগন্নাথ থেকে নিলে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। সম্পূরক বৃত্তির রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না। নভেম্বরের তালিকা প্রকাশ করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। প্রশাসনকে বলতে চাই, আন্দোলনে নামার আগেই সঠিকভাবে কাজ করুন।

এদিন সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাথে ছাত্র অধিকারের প্যানেলের বিষয়ে ছাত্র অধিকারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখার জন্যই জবি শাখা ছাত্র অধিকার সভাপতি এ কে এম রাকিবকে প্যানেলে নেওয়া হয়েছে। ছাত্রদলের সাথে আমরা একটি সমন্বিত প্যানেল ঘোষণা করেছি। ছাত্রঅধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব শুধু ছাত্রঅধিকার সভাপতি নয়, সে শিক্ষার্থীদের কাছে প্রাণভোমরা হিসেবে রূপান্তরিত হয়েছে তার এক্টিভিটির মাধ্যমে। যার কারণে একই সাথে ছাত্রদলের উদারতা যেমন ফুটে উঠেছে, তেমনি বলা যায়— এটা রাকিবেরই একটি বিশেষ কৃতিত্ব।

এর আগে গত ১৭ নভেম্বর (সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। ওই প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে জবি শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা ও এজিএস পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম তানজিলকে মনোনয়ন দেওয়া হয়।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর