না ফেরার দেশে গবি সংগীত পরিচালক এনায়েত এ মাওলা জিন্নাহ
গবি প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৯:০৩
মারা গেছেন সাভার গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সিনিয়র লেকচারার প্রখ্যাত সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা এনায়েত এ মাওলা জিন্নাহ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুপুর ১২ টায় তার সর্বশেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে মরদেহ আনা হয়। ১২:৩০ মিনিটে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয় এরপর তার মরদেহ দাফনের উদ্দেশ্যে নিজ জন্মস্থান দিনাজপুর নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন গণ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
উল্লেখ্য, তিনি ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে গবিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি শিল্পকলা একাডেমির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

