Logo

ক্যাম্পাস

জবিতে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২১:০২

জবিতে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্রীড়া কমিটির আয়োজনে ও শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় অষ্টম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এবারে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট মিলিয়ে ৩৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় যে ধরনের অরাজকতা দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা তা থেকে মুক্ত থেকে সৌন্দর্য ও সাচ্ছন্দ্য বজায় রেখে অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় যে ধরনের অরাজকতা পরিলক্ষিত হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা তা থেকে সম্পূর্ণ মুক্ত থেকে সৌন্দর্য ও সাচ্ছন্দ্য বজায় রেখে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খেলাধুলার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বর্তমান সময়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতার ক্ষেত্রে সকলের এগিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন বিভাগ খোলার প্রস্তাব উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে পূর্ব থেকেই কিছু বিদ্যমান সমস্যা থাকলেও দায়িত্ব গ্রহণের পর বর্তমান প্রশাসন ধারাবাহিকভাবে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সাফল্য ও ব্যর্থতার মধ্য দিয়েও অগ্রযাত্রা অব্যাহত আছে উল্লেখ করে তিনি ক্রীড়াক্ষেত্রে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান যে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন বিভাগ খোলার বিষয়ে অনুমোদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সফল সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া উপকমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দলের টিম ম্যানেজার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর