জগন্নাথ হলে সংহতির উদ্যোগে বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট শুরু
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২১:৩৪
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জগন্নাথ হলের উদ্যোগে আয়োজিত 'সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫'- এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাবির জগন্নাথ হল মাঠে ফিতা কাটা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির উদাহরণ হিসেবে আজকের এই আয়োজন করেছে। এটার মাধ্যমে রাজনীতি সচেতন শিক্ষার্থীর মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ব, সংহতি তৈরি হবে।’
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ১১ সেপ্টেম্বর ১৯৮৩ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাই, সেদিনের খেলা আমাকে যেভাবে আকর্ষণ করেছিল, একইভাবে আজকের খেলাও আমাকে সেভাবে আকর্ষ করে। তবে সময়ের স্বল্পতার কারণে এখন নিয়মিত যেতে না পারলেও সপ্তাহে অন্তত দুই- একদিন যাই।’
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণসহ অন্যান্য।
- এমএমআই/এমআই

