পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২০:৩০
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। পবিপ্রবি রিসার্চ সোসাইটি ও পবিপ্রবি ডিবেট ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ২:৪৫ মিনিটে অনুষদের একাডেমিক ভবন-১ এর সমনে থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক হয়ে অনুষদীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে আলোচকরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলী আজগর, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. দিব্যেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ জয় ভাঙ্গী সহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় আলোচকেরা এ বিষয়ের ভয়াবহতা ও আগামী দিনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ দিনব্যাপী সচেতনতামূলক পোস্টার,সায়েন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা, ডিবেট ও কুইজ প্রতিযোগিতা ও স্কুল সচেতনতা কার্যক্রমসহ জনসচেতনতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়।
এমএ/এসএসকে

