ভূমিকম্প আতঙ্কে আজ জবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:১৩
রাজধানীতে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের কার্যক্রম যথারীতি চলবে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়ায় শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস-পরীক্ষা রোববার (২৩ নভেম্বর) বন্ধ রাখছি। এটা শুধু কালকের জন্য। তবে রোববার সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে।
অধ্যাপক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।
জেএন/এমবি

