ঢাকা আলিয়া মাদ্রাসায় ২ গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৭
ছবি : সংগৃহীত
রাজধানীর চকবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিক্ষার্থীরা হলেন-সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসার একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। এতে আরেক পক্ষ ক্ষিপ্ত হয়ে অস্থায়ী আদালত থেকে রড এনে পাশে জমা করে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের সবার মাথায় আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত করছে।
- এমআই

