ভূমিকম্প আতঙ্কে ডিআইইউতে ক্লাস–পরীক্ষা স্থগিত
ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:০০
গত শুক্রবারের ভূমিকম্পের পর শনিবার দেশে আরও তিন দফা কম্পন অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ছুটি ঘোষণা করেছে।
রবিবার (২৩ নভেম্বর ) মধ্যরাতে ডিআইইউর আবাসিক হলের শিক্ষার্থীরা পুরাতন ক্যাম্পাস ছেড়ে নতুন ক্যাম্পাসে এসে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন শুরু করেন। তাদের দাবি বর্তমান পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ, তাই সব ধরনের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
রবিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশে জানায়, অনিবার্য কারণে আজকের (২৩/১১/২০২৫) সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের অনুমোদনে তা প্রকাশ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শুধু আজকের পরীক্ষা বন্ধ করলে সমাধান হবে না। আমরা মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। রুমের ভেতর উঠলেই ভয় লাগে। পড়ায় মনোযোগ দেওয়া যাচ্ছে না। তাই কয়েকদিনের জন্য সব পরীক্ষা স্থগিত করা জরুরি।’
শিক্ষার্থীরা জানান, ধারাবাহিক কম্পনের পর থেকে তাদের মধ্যে ট্রমা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই রাতে হলে ফিরতে সাহস পাননি। ২৩ তারিখ রবিবার বন্ধের নোটিশ পেয়ে কিছুটা স্বস্তি মিললেও আগামী দিনের সিদ্ধান্ত নিয়ে এখনো দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এদিকে অভিভাবক ও শিক্ষার্থীদের অপেক্ষা— পরবর্তী নির্দেশনা কবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
টিকে/এসএসকে

