Logo

ক্যাম্পাস

ডিআইইউতে নিরাপত্তা শঙ্কা : ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস–পরীক্ষা নেই

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:২০

ডিআইইউতে নিরাপত্তা শঙ্কা : ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস–পরীক্ষা নেই

সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আগামী ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ অনলাইনে পরিচালিত হবে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে এবং ক্লাসসমূহ অনলাইনে চলবে। উল্লেখ্য, ২৮ নভেম্বর থেকে ক্যাম্পাসে পরীক্ষা ও নিয়মিত ক্লাস যথারীতি শুরু হবে।

এদিকে, সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে সব ক্লাস–পরীক্ষা বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সকালে কর্তৃপক্ষ রবিবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। সর্বশেষ আজ সন্ধার বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টিকে/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর