Logo

ক্যাম্পাস

ভুমিকম্প আতঙ্ক

জবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দিচ্ছে প্রশাসন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:২৩

জবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দিচ্ছে প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

ভূমিকম্প আতঙ্কে থাকা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বাড়ি পৌঁছে দিতে বাস সুবিধা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) সকাল আটটায় ক্যাম্পাস প্রাঙ্গন থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছাড়বে।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীতে ভুমিকম্প আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাবে। রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে এদিন আগামী ২৭ নভেম্বর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। সকলে একত্রে যদি সংশ্লিষ্ট বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভার সিদ্ধান্ত ওই বিভাগ নিবে।’

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর