মাইলস্টোন কলেজে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:২৪
মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমের বিশেষ দিক হচ্ছে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শিক্ষাবর্ষের শেষভাগে এসে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
এ বছর মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়েছে গত ২৩ নভেম্বর থেকে। বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক।
ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা উৎসারিত করার মাসব্যাপী এ আয়োজনে সার্বিক দিকনির্দেশনা প্রদান করছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
-69270d610c603.png)
প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট সহ সর্বমোট ১৭টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে। মাসব্যাপী প্রতিযোগিতার শেষাংশে আয়োজন করা হয় মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সৃজনশীল এই আয়োজন নিয়ে শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিভাগের ইনচার্জ প্রভাষক শিপ্রা বিশ্বাস ও প্রভাষক মো. নাসিরুল ইসলাম জানান, মাইলস্টোন কলেজ ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যসূচিতে সীমাবদ্ধ রাখে না বরং সামগ্রিকভাবে সুশিক্ষিত, বিকশিত ও দক্ষ হতে সহায়তা করে। তারা বলেন, মাইলস্টোন কলেজে প্রচলিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমগুলো ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কেএইচ/এইচকে

