গবিতে র্যাগিং সম্পৃক্ততায় ছাত্র সংসদ প্রতিনিধিকে সাময়িক অব্যাহতি
গবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:০২
সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) অনুষদ প্রতিনিধি মো. মেহেদী হাসানকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। র্যাগিংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- গকসু।
বুধবার (২৬ নভেম্বর) ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান স্বাক্ষরিত এক নির্দেশে এ তথ্য জানানো হয়।
নির্দেশে বলা হয়, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রতিনিধি মো. মেহেদী হাসান (২৮তম ব্যাচ, আইন বিভাগ)- এর বিরুদ্ধে গণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করে আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে (৩৩তম ব্যাচ, ১ম সেমিস্টার) র্যাগিং ও নৃশংস নির্যাতন করার অভিযোগ উত্থাপিত হয়েছে।
প্রাথমিক তদন্তে র্যাগিংয়ে মো. মেহেদী হাসানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং পরবর্তীতে সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থে মো. মেহেদী হাসানকে সাময়িকভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সাময়িক অব্যাহতি চলা সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
এসআইআর/এসএসকে

