গবি’র রসায়ন বিভাগে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:১৬
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আশরাফ আলী এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের একাডেমিক মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান এবং প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
বিদায়ী শিক্ষক সহযোগী অধ্যাপক আশরাফ আলী বলেন, ‘১৯৯৮ সালে এক হাতে কলম আর অন্য হাতে খাতা নিয়ে পদচারণার মধ্য দিয়ে ফার্মেসি বিভাগে আমার যাত্রা শুরু হয়েছিল। এর পরের অধ্যায় রসায়ন বিভাগে যোগদান। শুরুতে ফান্ড ও ল্যাবের অভাব থাকলেও, প্রয়োজনীয় ব্যবস্থাপনার পর রসায়ন বিভাগ আর কখনো পেছনে ফিরে তাকায়নি।’
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য আবুল হোসেন বলেন, ‘রসায়ন বিভাগে আমার প্রথম আগমন হয়েছিল ল্যাব পরিদর্শনের মাধ্যমে। তখন ল্যাবের অবস্থা খুব একটা ভালো ছিল না। পরে ল্যাবের মানোন্নয়নের প্রস্তাব আমি আশরাফ স্যারের কাছ থেকে পাই। সেই প্রস্তাবের ভিত্তিতেই ল্যাব উন্নয়নের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে বাজেট সংকট ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও রসায়নসহ সকল বিভাগের ল্যাব সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়, যা বর্তমানে আরও গতিশীলভাবে এগিয়ে চলছে।’
সমাপনী বক্তব্যে বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে বলেন, ‘বিভাগের প্রতিটি শিক্ষার্থীর আশরাফ স্যারের প্রতি সম্মান ছিল অভাবনীয়। আশরাফ আলী স্যারকে আমরা আজ বিদায় জানালেও তিনি সবসময় থাকবেন আমাদের মাঝে। রসায়ন বিভাগের আজীবন উপদেষ্টা হিসেবে আশরাফ আলী স্যার থাকবেন আমাদের মাঝে।’ এরপর তিনি নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
কোরআন তেলাওয়াত, গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যাপক ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, এবং বিজ্ঞান অনুষদের ডিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: শাহ আলম, ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জহিরুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
এসআইআর/এসএসকে

