বিইউপি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুরুষ বিভাগে ইংরেজি বিভাগ উন্নয়ন অধ্যয়ন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, মহিলা বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থিতিস্থাপকতা অধ্যয়ন বিভাগ জনপ্রশাসন বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে উপাচার্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পদক তুলে দেন।
অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, অনুষদের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিইউপির আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয় এবং বিভিন্ন পর্ব শেষে ৩০ নভেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে।
বিকেপি/এমবি

