Logo

ক্যাম্পাস

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেটে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৩১

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেটে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সদ্য প্রকাশিত ১৭তম বিজেএস পরীক্ষার গেজেটে মেধাতালিকাভুক্ত ১০২ জনের মধ্যে ১৪ জনকে অন্তর্ভুক্ত না করায় দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কোন নির্দিষ্ট কারণ প্রকাশ না করায় এই ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। 

সোমবার (‎০১ ডিসেম্বর) আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন। অনুষদের ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বেশিরভাগ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

‎মানববন্ধনে নবম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান তার বক্তব্যে সরকারের সিদ্ধান্তের নিন্দা জানান। তিনি দ্রুত বাদ পড়া ১৪ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

‎অষ্টম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, জুলাইয়ের পর গঠিত সরকারের এমন পদক্ষেপ মেধাবী শিক্ষার্থীদের প্রতি অবিচার। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

‎মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন দশম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান। পুরো আয়োজনটি পরিচালনা করেন নবম ব্যাচের শিক্ষার্থী শাফিন প্রধান।

‎শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার স্বার্থেই তাদের এই আন্দোলন। দ্রুত সমাধান না মিললে তারা আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত।

মুশতাক আহমেদ/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর