Logo

ক্যাম্পাস

জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এই প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক দেবব্রত পাল, অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান।

প্রার্থনা সভায় অংশ নেওয়া শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দাস বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবনজুড়ে সংগ্রাম, হারানো আর হার না মানার গল্প। তিনি বাংলাদেশের সকল ধর্মের, সকল মানুষের নেত্রী, এই রাষ্ট্রের এখনও অনেক কিছু পাওয়ার আছে তার কাছে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সবাই তার কাছে নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে, ঈশ্বর তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক।’

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ) বলেন, ‘আজ আমরা প্রার্থনা করছি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য। দেশ ও গণতন্ত্রের পথে তার আপসহীন সংগ্রাম আমাদের অনুপ্রেরণার উৎস। সংকটে-সংগ্রামে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আজ দেশের এই ক্রান্তিলগ্নে সৃষ্টিকর্তা যেন তাকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু  করেন।

এ ছাড়া সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনায় অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন আয়োজন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উপস্থিত ব্যক্তিরা।

আমানউল্লাহ খান/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর