Logo

ক্যাম্পাস

প্রতীকী প্রতিবাদ

ববি উপাচার্যের দপ্তরে ‘মূলা’ পাঠালো ছাত্র আন্দোলন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

ববি উপাচার্যের দপ্তরে ‘মূলা’ পাঠালো ছাত্র আন্দোলন

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের সমাধান না হওয়ায় প্রতীকী প্রতিবাদ হিসেবে ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপাচার্যের দপ্তরে ‘মূলা’ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একান্ত সচিবের হাতে শীতকালীন এই সবজিটি তুলে দেওয়া হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা, আবাসন সংকট, খেলার মাঠের অচলাবস্থা এবং রাস্তার বেহাল দশা নিয়ে বারবার দাবি তুললেও প্রশাসন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে; বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

সংগঠনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন, যা এখন মূলাতে পরিণত হয়েছে। আমরা মূলা নিতে নিতে বিরক্ত হয়ে পড়েছি। তাই আজ সেই ‘মূলা’ প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসনকে ফিরিয়ে দিলাম।’

সংগঠনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নানা সংকটের কোনো প্রতিকার নেই। খেলার মাঠ পড়ে আছে, শিক্ষকদের পদোন্নতি ঝুলে আছে, রাস্তাগুলো বেহাল—কোনো বিষয়ে প্রশাসনের ভ্রূক্ষেপ নেই। আমরা সব সংকটের দ্রুত সমাধান চাই।’

মূলা প্রদানকালে উপস্থিত ছিলেন সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা জানান, অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন-অনশন করলেও প্রশাসন এখনও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। খেলার মাঠ সংস্কারের কাজ ছয় মাসেও শেষ হয়নি। সাম্প্রতিক গবেষণা প্রকল্পের জন্য ল্যাব রুমের আবেদন করলেও দুই মাসে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের ঘোষিত তারিখ ঘনিয়ে আসলেও সংশ্লিষ্ট নীতিমালা এখনো বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক ইউজিসিতে পাঠানো হয়নি।

নেতাকর্মীরা বলেন, ‘প্রতিটি বিষয়ে আমাদের শুধু আশ্বস্ত করেই যাচ্ছে প্রশাসন। যেটাকে আমরা বলি ‘মূলা ঝোলানো’। এই পরিস্থিতির প্রতিবাদেই বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তরে মূলা প্রদান করা হলো।’

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বরিশাল সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর