Logo

ক্যাম্পাস

জুলাই বিপ্লবের বিরোধিতা করায় ইবি ৯ শিক্ষক বরখাস্ত

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

জুলাই বিপ্লবের বিরোধিতা করায় ইবি ৯ শিক্ষক বরখাস্ত

ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের বিরোধিতা করায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক নয়টি অফিস আদেশে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত দেওয়া হয়।

সাময়িক বরখাস্তপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’র অধ্যাপক ড. আমজাদ হোসেন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে, গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩ নং সিদ্ধান্ত মোতাবেক, সিন্ডিকেটের তারিখ থেকে আপনাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে আপনাদের জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ইবির সিন্ডিকেটের ২৭১তম সাধারণ সভায় জুলাই বিপ্লব বিরোধী ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ইতিপূর্বে ২ ধাপে ৯ জন শিক্ষককে বরখাস্তের চিঠি প্রদান করা হয়। 

সর্বশেষ আজ আরও ৯ জনকে বরখাস্তের চিঠি প্রদান করা হয়েছে, ফলে মোট ১৮ জন শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন। বাকি ১ জন শিক্ষক হলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। জানা গেছে, তিনি অনুপস্থিত এবং শিক্ষকতা পেশার অবসরের দ্বারপ্রান্তে থাকায় তাকে এখনও চিঠি পাঠানো হয়নি।

  • এস.এম. শাহরিয়ার স্বাধীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর