Logo

ক্যাম্পাস

কুয়াশার চাদরে নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতের আলিঙ্গন

Icon

সৌরভ আহমেদ সাগর

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬

কুয়াশার চাদরে নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতের আলিঙ্গন

নভেম্বরের শেষ থেকেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে মুড়িতে থাকতে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ত্রিশালের নামাপাড়া-বটতলার ঐতিহাসিক এই প্রাঙ্গণ, যেখানে একসময় দুখু মিয়া বাঁশি বাজাতেন, শীতকালে তা যেন এক মায়াবী নগরীতে রূপ নেয়। শীতের সকালে শিশিরভেজা মাঠ আর প্রশাসনিক ভবন সংলগ্ন জলাশয়ে ফোটা রক্তলাল পদ্ম ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ। কুয়াশাভেদী রোদ যখন ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ কিংবা কেন্দ্রীয় খেলার মাঠের পাশে কবির ভাস্কর্যে এসে পড়ে, তখন তৈরি হয় এক গম্ভীর অথচ কাব্যিক আবহ। শীতের বিকেলে ক্যাম্পাসের সিঙাড়া হাউজ  কিংবা ‘চন্দ্রবিন্দু’ ক্যাফেটেরিয়া হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। ধোঁয়া ওঠা চায়ের কাপে আড্ডা জমে ওঠে। নতুন কলা ভবনের পাশ ঘিরে নতুন পুকুর, স্থানগুলোতে শীতের জীর্ণতা ভেঙে তারুণ্য মেতে ওঠে গানে আর উদ্দীপনায়। 

ক্যাম্পাসের নান্দনিক কেন্দ্রীয় মসজিদ ও শহীদ মিনার প্রাঙ্গণও কুয়াশাঘেরা সন্ধ্যায় এক প্রশান্তির আশ্রয়স্থল হয়ে ওঠে। শীতকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুয়াশা উৎসব’, যা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিচয়ের ‘ব্র্যান্ডিং’ হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যান্য ক্যাম্পাসের চেয়ে ব্যাতিক্রমী এই উৎসবে শীতের রুক্ষতাকে জয় করতে আয়োজন করা হয় পিঠা উৎসব, রস উৎসব, লোকসংগীত আসর এবং চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।

শীতের উৎসবে ক্যাম্পাসের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যাগুলো সেজে ওঠে আলো আর সুরের মূর্ছনায়। শীতের পিঠার গন্ধে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়। প্রকৃতি, প্রেম এবং দ্রোহের কবি নজরুলের এই ক্যাম্পাসে শীত আসে উৎসবের আমেজ নিয়ে, যা শিক্ষার্থীদের মনে গেঁথে থাকে স্মৃতির ক্যানভাস হয়ে।

লেখক : শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়ময়নসিংহ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর