Logo

ক্যাম্পাস

ইবির ৩ শিক্ষকের পদত্যাগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

ইবির ৩ শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থি তিনজন সিনিয়র অধ্যাপক। রোরবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগ পত্রে ৬ টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৩ জন শিক্ষক।

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন পদত্যাগ করেন ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ হতে। 

ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান ‘সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ' -এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুনর্বণ্টন উপ-কমিটির আহ্বায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক পদ হতে পদত্যাগ করেন। 

এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এজন্যই এই সিদ্ধান্ত।’ 

এ বিষয়ে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।’ তবে তিনি কলা অনুষদের ডিন হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন এবং এ পদ থেকে পদত্যাগ করেননি বলে জানাননি তিনি।

তবে অধ্যাপক ড. মতিনুর রহমানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর