মওলানা ভাসানী হলে ‘পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫’ উদ্বোধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আজ ৭ ডিসেম্বর শুরু হয়েছে ‘পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫’। হল প্রশাসন ও ছাত্র সংসদের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত হলজুড়ে চলবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম।
পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে হলের সুইপার ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে একটি দিকনির্দেশনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির সার্বিক পরিকল্পনা তুলে ধরা হয়, যাতে একটি সফল ও ফলপ্রসূ পরিচ্ছন্নতা উদ্যোগ বাস্তবায়ন করা যায়।
হল প্রশাসন জানায়, হলের মোট ১৯২টি কক্ষের জন্য ৯৬টি ডাস্টবিন কেনা হয়েছে। শিক্ষার্থীরা যাতে প্রতিদিনের বর্জ্য নির্দিষ্ট ঝুড়িতে ফেলতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ এবং সহযোগিতায় রয়েছে মওলানা ভাসানী হল প্রশাসন।
হলের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, ‘আমাদের হলে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা সপ্তাহের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে অংশ নিলে এই উদ্যোগ আরও সফল হবে বলে আমাদের বিশ্বাস।’
হলের জিএস হৃদয় পোদ্দার বলেন, ‘মওলানা ভাসানী হল ছাত্র সংসদ ও হল প্রশাসন সবসময় শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্নতা সপ্তাহ সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা।’
আমানুল্লাহ খান/এসএসকে

