Logo

ক্যাম্পাস

জাবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় : আলোচনায় যারা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:০০

জাবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় : আলোচনায় যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি জোরদার হওয়ায় ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কয়েকদিন ধরে সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে কারা আসতে পারেন— তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ক্লিন ইমেজধারী, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন এবং ত্যাগী নেতাদের এগিয়ে আনার বিষয়ে তৎপর সংশ্লিষ্টরা। পাশাপাশি চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দিয়ে কমিটি দেওয়ার দাবি জোরালোভাবে তুলে ধরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সেশনভিত্তিক নেতৃত্ব নিয়ে টানাপোড়েন

নেতাকর্মীরা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিক কিছু না জানালেও নেতৃত্ব নির্বাচনে বেশি গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা। অন্যদিকে রানিং ব্যাচের শিক্ষার্থীরা মনে করছেন, জাকসুসহ বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ছাত্রদলের গ্রহণযোগ্যতা বাড়াতে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরই কমিটির নেতৃত্বে আনা জরুরি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা প্রকাশ্যে কিছু বলতে রাজি নন।

জাকসু নির্বাচনের পরাজয় ও পুনর্বিন্যাসের চাপ

জাবি শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সদ্য অনুষ্ঠিত জাকসু নির্বাচনে সংগঠনটির পরাজয়কে। সংশ্লিষ্ট সূত্রমতে, শীর্ষ পর্যায়ের সমন্বয়হীনতা ও উদাসীনতা এ পরাজয়ের মূল কারণ ছিল। জাতীয় নির্বাচনের আগে এ ব্যর্থতা বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। ফলে ছাত্রদলকে নতুনভাবে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

কারা আছেন আলোচনায়

শাখা ছাত্রদলের নতুন কমিটির সম্ভাব্য নেতৃত্বকে কেন্দ্র করে কয়েকটি সেশন এগিয়ে রয়েছে আলোচনায়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে মিজানুর রহমান ও হোসাইন আল রাশেদ বাদল। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে আলাউদ্দিন দেওয়ান, লাজু, জোবায়ের হোসাইন, রাজু আহম্মেদ, হাসান শাহরিয়ার রামিম। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে মোহাম্মদ রাজন মিয়া, এম আর মুরাদ, জাকিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, হাসান হাবিব, মো. রফিকুল ইসলাম, ফেরদৌস রহমান, আব্দুল্লাহ অন্তর। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আব্দুল গাফফার জিসান, রূপক সালমান। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মো. শেখ সাদী হাসান, রাসেল আকন্দ। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে হামিদুল্লাহ সালমান, মোহাম্মদ রুবেল হোসাইন, সৌরভ মৃধা, সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

ছাত্রদল সূত্র জানায়, ঢাবি, জাবি, রাবি ও চবি শাখার কমিটি গঠনের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছে কেন্দ্রীয় ছাত্রদল। এ চার শাখার মধ্যে জাবিকে ঘিরে কিছু জটিলতা থাকলেও ২০১৫-১৬ ও ২০১৬-১৭ সেশনের নেতাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

পদ প্রত্যাশীদের তৎপরতা

নতুন নেতৃত্বে জায়গা পেতে শাখা আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতা নিজেদের বলয় শক্ত রাখতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন একাধিক পদপ্রত্যাশী। তাঁরা চাইছেন, তাদের অনুসারীদের দিয়েই নতুন কমিটি গঠিত হোক।

অফিসিয়াল অবস্থান

শাখার তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘জাবি শাখার নতুন কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। শিগগিরই কমিটি দেওয়া হবে।’

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে জানান, ‘কমিটি গঠনের পুরো প্রক্রিয়া আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে এখনই কিছু বলতে চাই না। কমিটি হলে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

আমানউল্লাহ খান /এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর