সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, ছাত্র ও শিক্ষক নেতাদের একাত্মতা
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২২
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, ১৭ ডিসেম্বরের মধ্যে খুনিদের গ্রেফতার না হলে ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি নেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নেতারা।
শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ধরেছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘আজকে ৪ মাস ২৫ দিন, বিচার হবে কবে?’, ‘১৪৫ তম দিনেও কি প্রশাসনের টনক নড়েছে না?’, ‘সাজিদের পরিবারের ক্ষতিপূরণ কোথায়?’, ‘তদন্ত ঠিক কতদূর?’, ‘স্যার, প্লিজ সন্তান ডাকবেন না’, ‘ভাইয়ের লাশ কবরেই, খুনি কেন বাইরে?’ এবং ‘শিক্ষার্থীরা আপদ, খুনিরা নিরাপদ’।
শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১৪৫ দিন হয়ে গেলেও খুনিদের বিচার হয়নি। যদি প্রশাসন বিচার করতে না পারে, সেটা স্পষ্ট জানানো হোক। বিচার না হলে আন্দোলন চলবে।
ছাত্রসংগঠনের নেতারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সিদ্ধান্ত নিন, পুলিশের সাথে কথা বলুন এবং সাজিদের খুনিদের কতদিনের মধ্যে গ্রেফতার করবেন তার প্রস্তুতি নিন। নয়তো আপনারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করুন। আর আমরা চাই না যে, আপনাদের বাংলোয় আরামে থাকা, পতাকাবাহী গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো দেখতে হবে। সাজিদের খুনিদের গ্রেফতারের জন্য প্রস্তুতি নিন, না হলে পরিণতি স্বীকার করতে হবে।’
শিক্ষক নেতারা বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ নিজেই একজন জুলাই যোদ্ধা, আমরা ও আগস্টের মতো জুলাই যোদ্ধা। এমন ঘটনায় শিক্ষক হিসেবে আমরা চুপ থাকতে পারি না। হয় ইচ্ছাকৃতভাবে বিচার বিলম্বিত করা হচ্ছে, অথবা প্রশাসন ব্যর্থ। অবিলম্বে সাজিদের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে।’
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস

