Logo

ক্যাম্পাস

ইবিতে বিজয় দিবসের ফিস্টে আবাসিক-অনাবাসিক বৈষম্য নিরসনের দাবি ছাত্রদলের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮

ইবিতে বিজয় দিবসের ফিস্টে আবাসিক-অনাবাসিক বৈষম্য নিরসনের দাবি ছাত্রদলের

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে টোকেন মূল্যের বৈষম্যের অভিযোগে প্রতিবাদী স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (১০ ডিসেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত দুই দফা স্মারকলিপি প্রভোস্ট কাউন্সিলের সভাপতির কাছে জমা দেওয়া হয়।

শাখা ছাত্রদল স্মারকলিপিতে দাবি করেছে, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে কোনো বৈষম্য করা না হয়ে টোকেনের মূল্য সমান হতে হবে। এছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সরকারি বা জাতীয় কোনো অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খাদ্য, উপহার বা অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি বন্ধ করতে হবে।

সংগঠনটি জানিয়েছে, বিজয় দিবস জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হলেও অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করা হয়নি। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা প্রকাশ্য বৈষম্য বলে তারা উল্লেখ করেছে।

প্রসঙ্গত, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উন্নত খাবার পরিবেশনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হল প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ফিস্ট মূল্য নির্ধারণ করেছে। হল ফিস্টে এই মূল্য পার্থক্য সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর