Logo

ক্যাম্পাস

কম্বাইন্ড ভেটেরিনারি ডিগ্রি বহালের দাবিতে

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (ভেট. সায়েন্স অ্যান্ড এ.এইচ.)’ একক কম্বাইন্ড ডিগ্রি বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষদের একাডেমিক ভবন–১ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়–২৪ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, এনিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন— এ দুটি ডিগ্রিকে একীভূত করে একক মানসম্মত কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে তারা টানা এক মাস শান্তিপূর্ণ আন্দোলন করেন। প্রাণিসম্পদ খাতের বৃহৎ উন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্যই এ দাবি উত্থাপন করা হয়েছিল। আন্দোলন ও যুক্তিসঙ্গত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বিএসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এ.এইচ.’ নামে একক কম্বাইন্ড ডিগ্রি অনুমোদন দেয়।

কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্য নিয়ে পুনরায় আলাদা ‘এনিমেল হাজবেন্ড্রি’ ডিগ্রি চালুর জন্য আদালতে রিট করেছেন। শিক্ষার্থীদের দাবি, এ রিট সম্পূর্ণ অযৌক্তিক এবং ভেটেরিনারি শিক্ষার মানহানি ঘটাবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী নাজমুল হুদা (লেভেল–৩, সেমিস্টার–২) বলেন, ‘কম্বাইন্ড ডিগ্রি চালুর পর আমাদের পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আলাদা ডিগ্রি পুনরায় চালু হলে আমাদের পেশাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ মোস্তফা (লেভেল–৩, সেমিস্টার–২) বলেন, ‘সারা দেশে ভেটেরিনারি পেশার ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রি এখন স্বীকৃত মডেল। যারা রিট করেছে, তারা মূলত আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা সেটা মেনে নেব না।’

এ ছাড়া ছাত্রী রুফাইদা জেরিন (লেভেল–৩, সেমিস্টার–২) বলেন, ‘একটি বিভক্ত ডিগ্রি আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে কমাবে। আমরা চাই— ডিগ্রির স্বকীয়তা, মর্যাদা ও সার্বিক মান বজায় রেখে একটাই ডিগ্রি ‘বিএসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এ.এইচ.’ বহাল থাকুক।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভেটেরিনারি সেক্টরের আধুনিকায়ন ও মানোন্নয়নের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি অপরিহার্য। তারা বলেন, দেশের সরকারি–বেসরকারি চাকরিক্ষেত্র, উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক পেশাগত স্বীকৃতির জন্য কম্বাইন্ড ডিগ্রি ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে চলমান রিট বাতিল এবং পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, ‘কোনো বিভাজন নয়— একটাই ডিগ্রি চাই। আমাদের ভবিষ্যৎ ও দেশের ভেটেরিনারি খাতের মান রক্ষার্থে কম্বাইন্ড ডিগ্রিই একমাত্র যৌক্তিক পথ।’

মুশতাক আহমেদ/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর