Logo

ক্যাম্পাস

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জবিতে বিক্ষোভ মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার তদন্ত ও বিচারের দাবি জানান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তাতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘জালো রে জালো, আগুন জালো’, ‘হাদীর ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কী করছে’ ইত্যাদি স্লোগান দেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে গণঅভ্যুত্থানের পরে দিনে-দুপুরে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা সম্ভব। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিল তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা অবিলম্বে সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আর কত রক্ত দিলে বাংলাদেশ বাংলার মানুষের হবে। বারবার আমরা রক্ত দিয়েছি বাংলাদেশকে আজাদ করার জন্য। কিন্তু বারবার দেখছি, একদল স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের সেই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে।

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলা অবশ্যই পূর্বপরিকল্পিত। এই হামলার দায় অবশ্যই ইন্টেরিম সরকারকে নিতে হবে। সরকার এখনও ফ্যাসিবাদীদের কোনো বিচার কার্যকর করতে পারেনি। ওসমান হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরণের সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর