ইবি প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭
বাংলাদেশের খবর
যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইবি প্রশাসনের উদ্যোগে এ শোকর্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সব হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময় হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও বিভাগের সম্মিলিত শোকর্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় একটি দিন। বিজয়ের সূর্য উদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করেছিল আমাদের থিংক ট্যাংকদের। আজকে আমরা এদিনে তাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।
পরবর্তী পর্যায়ে ফ্যাসিস্ট রেজিমে তাদের চিন্তা-চেতনা ভূলুণ্ঠিত হয়েছিল। আমরা মনে করি জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের যোদ্ধারা ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা বাস্তবায়নের জন্য কাজ করছে। অতএব আজকের দিনে আমরা যদি শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করতে চাই তাহলে তার সাথে আমাদের সংযোজন স্থাপন করতে হবে জুলাই বিপ্লবের চেতনাকে।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এনএ

