Logo

ক্যাম্পাস

বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫

বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। সকালে বিইউবিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শোক র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিইউবিটির ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আলী আহমেদ ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বিইউবিটি পরিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমবেত হন। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর